রেলওয়ের নতুন মহাপরিচালক সরদার সাহাদাত আলী

Passenger Voice    |    ১১:২৭ এএম, ২০২৪-০৩-১৩


রেলওয়ের নতুন মহাপরিচালক সরদার সাহাদাত আলী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রেলওয়ের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন সরদার সাহাদাত আলী।

মঙ্গলবার ১২ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব উজ্জ্বল কুমার ঘোষের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নতুন ডিজি নিয়োগের তথ্য জানানো হয়। মহাপরিচালক হিসেবে সরদার সাহাদাত আলীর নিয়োগ আজ ১৩ মার্চ বুধবার থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে অতিরিক্ত মহাপরিচালকের (অপারেশন) সাথে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে মহাপরিচালক বাংলাদেশ রেলওয়ে,রেলভবন ঢাকা এর দায়িত্ব পালন করবেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে ২০২১ সালে ১৩ সেপ্টেম্বর রেলওয়ের সংশোধিত জনবল কাঠামো অনুমোদন করা হয়। যার প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন অনুবিভাগ কর্তৃক নিয়োগ যোগ্যতা/শর্তে বলা হয়েছে, মহাপরিচালক বিদ্যমান গ্রেড-১। সচিব স্বাক্ষরিত খসড়া নিয়োগবিধি অনুযায়ী রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন), অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক), অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো), অতিরিক্ত মহাপরিচালক (মার্কেটিং ও করপোরেট প্ল্যানিং), অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন), জেনারেল ম্যানেজার রেক্টর (রেলওয়ে ট্রেনিং একাডেমি) এসব পদে দায়িত্বে থাকা ব্যক্তিদের ২০ বছরের অভিজ্ঞতা হলে মহাপরিচালক পদে যোগ্য হবেন। এ ছাড়া ফিডার পদে তিন বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক।

বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে কর্মরতদের মধ্যে ২০২০ সালের ২৭ ডিসেম্বর দ্বিতীয় গ্রেডে পদোন্নতি পান সরদার সাহাদাত আলী। নিয়মানুযায়ী, দ্বিতীয় গ্রেডে থাকা কর্মকর্তাদের মধ্য থেকে একজনকে মহাপরিচালক করার কথা। তিনি ছাড়া মহাপরিচালক থেকে দ্বিতীয় গ্রেডের আর কোনো কর্মকর্তা ছিলেন না। ফিডার পদের দিক থেকেই তিনি সবার থেকে এগিয়ে ছিলেন।

জানা গেছে, সরদার সাহাদাত আলী ১৯৯১ সালের ১১ ডিসেম্বর ক্যাডার পদে রেলওয়েতে যোগাদান করেন।